Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to BSCIC District Office to send information.


Traning Details

উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমঃ

শিক্ষিত কিংবা কমশিক্ষিত ক্ষুদ্র উদ্যোক্তা বা বেকার যুবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুঁজির সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

  • প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যাঃ ২৫ জন 
  • রেজিস্ট্রেশন ফি – ১০০ (একশত) টাকা মাত্র
  • প্রশিক্ষণ শেষে সরকারি সনদ প্রদান করা হবে
  • উপযুক্ত উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন এর ব্যবস্থা করা হয়  

প্রশিক্ষণের উদ্দেশ্যঃ

একজন উদ্যোক্তা ব্যবসা শুরু করার জন্য কী করতে পারেন, কীভাবে বাজার সম্পর্কে বুঝবেন, কী পণ্য উৎপাদন করবেন, খরচ, কাঁচামাল, বাজারজাতকরণ, বাজার সম্প্রসারণ, নিত্যনতুন পণ্য তৈরি, রফতানি বৃদ্ধি, দেশ-বিদেশের বাজার সম্প্রসারণ, ঝুঁকি এবং কীভাবে সফল উদ্যোক্তা হবেন সে সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া।

প্রশিক্ষণার্থির যোগ্যতাঃ

ক্ষুদ্র উদ্যোক্তা বা বেকার যুবক যে কেউ প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারেন। যারা উদ্যোক্তা হিসেবে কিছুটা অভিজ্ঞ কিংবা যারা ব্যবসায় একেবারে নতুন সবার জন্যই প্রশিক্ষণ উন্মুক্ত। শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম পাস (সর্বনিম্ন)

প্রশিক্ষণের বিষয় ও মেয়াদঃ

শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স -৫ (পাঁচ) দিনব্যাপী

প্রশিক্ষণ পদ্ধতিঃ

আইএলও এর সর্বাধুনিক ব্যবসা প্রসারের কারিকুলাম অনুসারে নেটওয়ার্কিং, আইস ব্রেকিং, বিজনেস প্ল্যান, বিজনেস লার্নিং উইথ প্লে অ্যান্ড গেমিং পদ্ধতিতে উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে। এটি একটি কার্যকরী বৃহৎ ব্যবসা সম্প্রসারণ পদ্ধতি।

প্রশিক্ষণ কোর্সের বিষয়বস্তুঃ 

  1. উদ্যোক্তার গুণাবলি বিশ্লেষণ উদ্যোক্তার গুণাবলি  নিরুপণ সফল উদ্যোক্তার অভিজ্ঞতা বর্ণনা উদ্যোক্তার যোগ্যতা যাচাই অনুশীলন।
  2. শিল্পনীতি ও শিল্পায়নে  এসএমই এর ভুমিকা,  এসএমই স্থাপনে বিসিক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত  সুযোগ- সুবিধাদি,এবং রেজিষ্ট্রেশন, ভ্যাট, ট্যাক্স ইত্যাদি সম্পর্কে ধারণা
  3. নতুন ব্যবসায়িক ধারণা চিহ্নিতকরণ, ম্যাক্রো স্ক্রিনিং, মাইক্রো স্ক্রিনিং ও SWOT বিশ্লেষণ
  4. বিপণন ব্যবস্থাপনা অনুশীলন, বিপণন পরিকল্পনা বিশ্লেষণ ও ওয়াকর্সপ
  5. উৎপাদন ব্যবস্থাপনা অনুশীলন, উৎপাদন ব্যবস্থাপনা পরিকল্পনা  বিশ্লেষণ ও ওয়াকর্সপ
  6. সংগঠন ও ব্যবস্থাপনা পরিকল্পনা, সংগঠন  ও ব্যবস্থাপনা পরিকল্পনার উপর ওয়ার্কসপ
  7. প্রকল্পের কারিগরি দিক বিশ্লেষণ
  8. প্রকল্পের আর্থিক দিক নিরুপণ, লাভ লোকসান হিসাব, স্থায়ী ও চলতি মূলধন নির্ধারণ ও আর্থিক অনুপাত বিশ্লেষণ
  9. আর্থিক পরিকল্পনার উপর ওয়ার্কসপ ও ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতকরণ ও সমাপ্তকরণ
  10. আইআরসি সুপারিশ ও ভ্যাট  মওকুফ করণ
  11. ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে ব্যাংকের  ঋণদান পদ্বতি
  12. শিল্প স্থাপনে বিসিকের ঋণদান পদ্বতি এবং অন্যান্য প্রয়োজনীয় ও সমসাময়িক বিষয়।