দেশের বিভিন্ন স্থানে ২০০০ একর জমিতে ৭৬ টি শিল্প নগরী স্থাপন।
শিল্প নগরী সমুহে ১০ হাজার ১৩৯ টি শিল্পপ্লট বরাদ্দকরণ।
বিসিক শিল্পনগরীসমূহে ৮ লক্ষ ২৪ হাজার জনের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি, তাছাড়া শিল্প নগরী সংশ্লিষ্ট সাপ্লাই চেইনে প্রায় ২০ লক্ষাধিক লোকের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি।
দেশব্যাপি বিসিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় ৩০ লক্ষ ৭৫ হাজার ২৬২ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি
দেশে অনুকরণযোগ্য শিল্প উদ্যোক্তা সৃষ্টি (স্কয়ার, প্রাণ-আরএফএল, বিআরবি ক্যাবলস, হ্যামকো ব্যাটারি, বেক্মিমকো ফার্মা, ওয়েল ফ্যাশন, ইকোনো বলপেন, রেডিয়েন্ট ফার্মা, উত্তরা মোটরস, ন্যাশনাল ফ্যান ইত্যাদি।
ঢাকার সাভারে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ট্যানারি শিল্প পার্ক স্থাপন
মনোটাইপ শিল্পনগরী স্থাপন (চামড়া, জামদানি, এপিআই, হোসিয়ারি, ইলেকট্রনিক্স ইত্যাদি।
ক্ষুদ্র ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সাব-কন্ট্রাক্টিং স্থাপন (ক্ষুদ্র শিল্প ১২৮৮, বৃহৎ শিল্প ৩১ টি)
উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে মেলা আয়োজন (দেশে প্রায় ২৮০০ টি এবং বিদেশে প্রায় ৫০ টি)
খাদ্য লবণ উৎপাদনে স্বয়ংসম্পন্নতা অর্জন
বিসিক নিজস্ব তহবিলের মাধ্যমে ঋণ কার্যক্রম
বিসিক নকশা কেন্দ্র কর্তৃক ৩৪৫০০ টি নকশা উদ্ভাবন ও ৭২০০০ উদ্যোক্তার মধ্যে নকশা বিতরণ।
দেশে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৌচাষ উন্নয়ন। ধামরাইতে মধু প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন ।
দশ লক্ষাধিক লোককে উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান।
দেশের মোট রপ্তানি আয়ের ১২.৫% বিসিক শিল্প নগরী হতে হয়ে থাকে ।